ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

শ্রমিক নিরাপত্তায় ২০ লাখ ডলার দিচ্ছে বহুজাতিক ফ্যাশন ব্র্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৬, ২২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশে গার্মেন্টস কারখানায় শ্রমিকের জীবনের ঝুঁকি কমানোর পদক্ষেপ নিতে ২০ লাখ ডলার অর্থ দিতে রাজি হয়েছে একটি বহুজাতিক পোশাক ব্র্যান্ড। দুটি আন্তর্জাতিক শ্রমিক ইউনিয়ন এ বিষয়ে আন্তর্জাতিক সালিশি আদালতে এ মামলা দায়ের করেছিল।

মামলার এক সমঝোতার অংশ হিসেবে ১৫০টি কারখানায় শ্রমিকের ঝুঁকি কমাতে এই অর্থ ব্যয় করা হবে। চুক্তির শর্ত অনুযায়ী, এই পোশাক ব্র্যান্ডের নাম প্রকাশ করা হচ্ছে না।

ইন্ডাস্ট্রিঅল এবং ইউনি নামের ঐ শ্রমিক ইউনিয়ন দুটি অভিযোগ করেছিল, ঐ ব্র্যান্ড গার্মেন্টস কারখানায় ঝুঁকি কমাতে সময়মত পদক্ষেপ নেয়নি। এরফলে হাজার হাজার শ্রমিক এখনও বিপজ্জনক পরিবেশের মধ্যে কাজ করছেন।

রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলো নিরাপদ করার উদ্যোগ শুরু হয়। এই উদ্যোগ আসে প্রথমে বিদেশিদের দিক থেকে। আন্তর্জাতিক শ্রমিক এবং মানবাধিকার সংগঠনের চাপে পড়ে এই উদ্যোগে সামিল হয় ইউরোপ এবং আমেরিকার ক্রেতারা। সাড়ে তিন হাজার কারখানায় নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম শুরু হয়।

এই কার্যক্রমের মধ্যে রয়েছে ভবন কতটা নিরাপদ সেটি পরীক্ষা করা। পাশাপাশি কারখানার বৈদ্যুতিক সরঞ্জাম ঝুঁকি মুক্ত করা এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঠিক আছে কিনা সেটি পরীক্ষা করা।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি