ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

তিনটি স্কুলে অনুদান দিলেন পারভীন হক সিকদার

প্রকাশিত : ২০:০৬, ১০ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

শরীয়তপুরের কোরালতলী ও হোগলা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং রামভদ্রপুর রেবতী মোহন উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এতে সংসদ সদস্য ও ন্যাশনাল ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারপারসন পারভীন হক সিকদার প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এসময় তিনি স্কুলগুলোর জন্য অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতেও স্কুলসমুহের উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার,ব্যাংকের পরিচালক মনোয়ার সিকদার।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি