ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

বেসিক ব্যাংকের ৭২তম মুক্তারপুর শাখা উদ্বোধন

প্রকাশিত : ২১:১০, ২৯ এপ্রিল ২০১৯ | আপডেট: ২১:২২, ২৯ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের সেবার পরিধি আরো সম্প্রসারিত করতে আজ (২৯ এপ্রিল ২০১৯) রোববার মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুরে ব্যাংকের ৭২তম শাখা ‘মুক্তারপুর শাখা’র শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক তবারক হোসেইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহম্মদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহাম্মেদ, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়িরা উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি