ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

চট্টগ্রামে ঋণ প্রাপ্তি বিষয়ে অবহিত করতে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত : ২২:০৩, ২ মে ২০১৯

Ekushey Television Ltd.

নতুন উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি বিষয়ে অবহিত করতে এসএমই ফাউন্ডেশন এবং চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রী এবং ব্যাংকাররা সেমিনারটিতে অংশগ্রহণ করেন। সেমিনারটিতে ছাত্র-ছাত্রীদের লেখা-পড়া শেষে চাকুরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার জন্য আহ্বান জানানো হয়। ছাত্র-ছাত্রীদের মধ্যে উদ্যোক্তা হতে আগ্রহীরা ব্যবসার জন্য কিভাবে ব্যাংক ঋণ পেতে পারেন এ বিষয়ে উপস্থিত ব্যাংকাররা তাদের অবহিত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কে এম হাবিব উল্লাহ নতুন উদ্যোক্তাদের উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে দেশের অর্থনীতিতে অধিক অবদান রাখার জন্য ছাত্র-ছাত্রীদের উদ্যোক্তা হতে পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মিসেস আবিদা মোস্তফা। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আলাম নিজামী।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি