ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

রিলায়েন্স ফিন্যান্স লিমিটেডের নতুন এমডি মো. আব্দুল জব্বার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ১১ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

রিলায়েন্স ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মো. আব্দুল জব্বার। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে দীর্ঘ ৩৬ বছর এবং ডিএমডি রিটেইল ইনভেস্টমেন্ট উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. আব্দুল জব্বার ১৯৮৪ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে যোগদান করেন। সুদীর্ঘ পেশাজীবনে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঝুঁকি ব্যবস্থাপনা, ক্রেডিট অ্যাডমিন, রিসার্চ ও ডেভেলপমেন্ট বিভাগ ও ফরেন রেমিট্যান্স সার্ভিসেস বিভাগের প্রধান হিসেবে অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। 

একই সঙ্গে তিনি রেমিট্যান্স আহরণে বিশেষ ভূমিকা পালন করেন। তাঁর দক্ষতার কারণে ইসলামী ব্যাংক রেমিট্যান্স আহরণে শীর্ষস্থান দখল করে আছে আজও। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি প্রাপ্ত এবং একই বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। —বিজ্ঞপ্তি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি