ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

এসআইবিএল’র “গ্রাহক সেবা ও আমানত সংগ্রহ” ক্যাম্পেইন উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ১ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ১ মার্চ হতে তিন মাসব্যাপী “ গ্রাহক সেবা ও আমানত সংগ্রহ” শীর্ষক ক্যাম্পেইনের আয়োজন করেছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী ব্যাংকের কর্পোরেট শাখায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন। 

এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক সহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, কর্পোরেট শাখার ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী ক্যাম্পেইনে সক্রিয় অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে উদাত্ত আহবান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, সোশ্যাল ইসলামী ব্যাংকের সকল শাখা গ্রাহক সেবার মানোন্নয়নে সচেষ্ট থাকবে। যাতে গ্রাহকগণ এই ব্যাংকের সেবা গ্রহণে আকৃষ্ট হন এবং সন্তুষ্ট থাকেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি