ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

নতুন মোড়কে হোলসিম স্ট্রং স্ট্রাকচার সিমেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ৩ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

এখন থেকে নতুন মোড়কে পাওয়া যাবে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এর সিমেন্ট ব্র্যান্ড হোলসিম স্ট্রং স্ট্রাকচার। সোমবার (২ মার্চ) রাজাধানীর একটি হোটেলে নতুন এই মোড়কের উন্মোচন করেন কোম্পানিটির প্রধান নির্বাহী রাজেশ সুরানা।

এসময় কোম্পানিটি’র সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর গাজী মাহফুজুর রহমান, লজিস্টিকস অ্যান্ড প্রকিওরমেন্ট ডিরেক্টর লাকমাল সুরানজান ফনসেকা এবং দেশের বিভিন্ন অঞ্চলের পরিবেশকবৃন্দ উপস্থিত ছিলেন।

মোড়ক উদ্বোধনী অনুষ্ঠানে লাফার্জহোলসিম বাংলাদেশ এর প্রধান নির্বাহি রাজেশ সুরানা বলেন,“লাফার্জহোলসিম বাংলাদেশ সবসময়ই উদ্ভাবন ও গ্রাহক সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে আসছে। এরই অংশ হিসেবে আমরা হোলসিম স্ট্রং স্ট্রাকচারের নতুন মোড়ক উন্মোচন করেছি এবং এতে আমাদের পণ্যের গুণগত বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে।”

তিনি আরও বলেন, “সিমেন্টের গুণগতমান বজায় রেখে সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করাই লাফার্জহোলসিম বাংলাদেশ এর লক্ষ্য। সিমেন্টের গুণগতমান নিশ্চিত করণে আমরা সবসময়ই আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলি এবং গুণগত মানের ব্যপারে আমরা কখনই ছাড় দেইনি এবং ভবিষ্যতেও দিব না।”

মনোজ্ঞ সংগীত পরিবেশনার মাধ্যমে মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষ হয়। 

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি