ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

ইয়ামাহা স্যালুটো’র আরমাডা ব্লু কালারের উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ৭ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

এসিআই মর্টস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই’র একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে যাত্রা শুরু করে এসিআই মটরস্। বর্তমানে সারাদেশে ইয়ামাহা’র ৬৩টি  ৩এস (সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস্)  ডিলার পয়েন্ট রয়েছে। 

প্রিমিয়াম মোটরসাইকেল ক্যাটাগরিতে গ্রাহক চাহিদার শীর্ষে আছে ইয়ামাহা। তাই প্রিমিয়াম গ্রাহকদের জন্যই ইয়ামাহা উদ্বোধন করলো স্যালুটো আরমাডা ব্লু। আরমাডা ব্লু কালারটি ইয়ামাহা’র ঐতিহ্যকে উপস্থাপন করে যা গ্রাহকদের মধ্যে তুমুল জনপ্রিয়। সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই ১২৫ সিসিতেও আরমাডা ব্লু কালার সংযোজন করলো ইয়ামাহা।

 ১২৫ সিসি মডেলের শক্তিশালী ব্লুকোর ইঞ্জিনের এই বাইকটি প্রতি লিটার ফুয়েলে সর্বোচ্চ মাইলেজ দিতে সক্ষম। এছাড়াও এতে রয়েছে সবচেয়ে লম্বা ও আরামদায়ক সীট এবং ১৮০ মিঃমিঃ সর্বোচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স। 

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি