ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

প্রস্তাবিত বাজেট ভারসাম্যপূর্ণ ও বাস্তবমুখী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ৫ জুন ২০২১

প্রস্তাবিত বাজেটকে ভারসাম্যপূর্ণ ও বাস্তবমুখী বলছেন অর্থনীতিবিদরা। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা উচ্চবিলাসী নয়- এমনটা বললেও বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ দেখছেন তারা। অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য পুনরুদ্ধারে ব্যাপক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার পরামর্শ তাদের। এছাড়া রাজস্ব আহরণ বাড়াতে এনবিআরকে ডিজিটাইজেশনের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা।

চলমান মহামারি মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধারকে গুরুত্ব দিয়ে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে বড় আকারের ঘাটতি থাকলেও ঘুরে দাঁড়নোর প্রত্যাশা অনেক।  

আর প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে অর্থনীতিবিদরা বলছেন, বাজেট ভালো হয়েছে; তবে স্বাস্থ্যখাতের বরাদ্দ গতানুগতিক। সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার সুযোগ ছিল। 

অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, বাজেটের আকারটা আমি মনে করি বাস্তবসম্মতই হয়েছে। অন্যান্য বারের মতো খুব উচ্চাভিলাসী আকার হয়নি।

অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বলেন, দেশীয় শিল্পকে নানাভাবে প্রণোদনা দেবার চেষ্টা করা হয়েছে। যারা বেশি ধনী তাদের সারচার্জ বাড়ানো হয়েছে। এসবগুলো বাজেটের ভালো দিক।

এদিকে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ও সাত দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধির প্রাক্কলন উচ্চাবিলাসী কিংবা কল্পনাপ্রসূত নয়, বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে তাগিদ এনবিআরের সক্ষমতা বাড়ানোর।  

ড. আতিউর রহমান বলেন, সম্প্রসারণমূলক মুদ্রানীতি এবং সম্প্রসারণমূলক রাজস্ব নীতি- দুটোকে মিলিয়ে একটা ভারসাম্যপূর্ণ কৌশল গ্রহণ করেছেন সরকার।

অর্থনীতিতে গতিশীলতা সৃষ্টির মাধ্যমে পুনরুদ্ধার প্রক্রিয়া সহজ করতে সবার আগে ব্যাপক জনগোষ্ঠীকে করোনা টিকার আওতায় আনা জরুরি মনে করছেন অর্থনীতিবিদরা। এটা সম্ভব হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে বলেও প্রত্যাশা তাদের।

ড. আতিউর রহমান বলেন, ৭০ শতাংশ মানুষকে যদি টিকা দিতে পারি অর্থনীতি অটোমেটিকভাবে ঘুরে দাঁড়াবে। মানুষ তার কর্মে সচল হবে, স্বস্তি আসবে। সেজন্য আমাদের অন্য সবকিছু করার চেয়েও একনম্বর অগ্রাধিকার হবে টিকা সংগ্রহ করা। 

ড. আহসান এইচ মনসুর বলেন, আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামকে দিনে ১ লাখের জায়গায় ১৫ থেকে ২০ লাখে নিতে হবে।

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রণোদনা প্যাকেজের আওতায় সরকারি সহায়তা সহজতর উপায়ে সবশ্রেণীর ব্যবসায়ীদের মাঝে বিতরণের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

ভিডিও-

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি