ঢাকা, বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬

চার পৌরসভায় ব্যাংক বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ২৭ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

চারটি পৌরসভার নির্বাচন উপলক্ষে বুধবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন থেকে এসংক্রান্ত একটি নির্দেশনাও দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, দেশের চারটি পৌরসভার (জয়পুরহাট জেলার পাঁচবিবি ও ক্ষেতলাল, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ এবং ঢাকা জেলার দোহার) নির্বাচন উপলক্ষে ২৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা বা উপশাখা থাকলে তা বন্ধ থাকবে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি