ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংক চালু করলো মোবাইল অ্যাপ ‘SIBL NOW’ 

প্রকাশিত : ২২:৫৪, ৩০ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ব্যাংকিং সেবায় গতিশীলতা ও স্বাচ্ছন্দ্য আনার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড গ্রাহকদের জন্য নিয়ে এলো মোবাইল অ্যাপভিত্তিক ফিন্যান্সিয়াল সেবা SIBL NOW।      

ব্যাংকের প্রধান কার্যালয়ে বুধবার (২৯ জানুয়ারি) আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ SIBL NOW- এর শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলাল আহমেদ সহ পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীগণও এসময় উপস্থিত ছিলেন।

SIBL NOW- এর মাধ্যমে সহজেই ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল প্রদান, মোবাইল রিচার্জ, এটিএম ও শাখার লোকেশন, মিনি স্টেটমেন্ট এবং ই-কমার্স পেমেন্ট করা যাবে।

এসি  

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি