ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

শিক্ষা খাতে বরাদ্দ বাড়লো ৫ হাজার ২৮৭ কোটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩২, ১১ জুন ২০২০ | আপডেট: ২২:৩৭, ১১ জুন ২০২০

Ekushey Television Ltd.

আগামী অর্থ বছরে শিক্ষা খাতে ৮৫ হাজার ৭শ ৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা গেলো অর্থবছরে ছিলো ৭৯ হাজার ৪শ ৮৬ কোটি টাকা। করোনা পরিস্থিতিতে শিক্ষা ও প্রযুক্তি খাতে গুরুত্ব পাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ গত বছরের বরাদ্দের চেয়ে এবার ৫ হাজার ২৮৭ কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়। 

বৃহস্পতিবার (১১ জুন) ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গেলো ৩ মাসে বিশ্ব মহামারি করোনায় ঘরবন্দী শিক্ষার্থীরা। যাতে একেবারে লণ্ডভণ্ড শিক্ষাসূচি। এহেন অবস্থায় ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে বাড়লো বরাদ্দ। প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ ৮৫ হাজার ৭শ ৬০ কোটি টাকা। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষায় গেলো বছরের চেয়ে ৯শ কোটি টাকা বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে ২৪ হাজার ৯শ কোটি টাকা। 

অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে প্রস্তাব করা হয়েছে বরাদ্দের ৩৩ হাজার ১শ ১৭ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা খাতে ৮ হাজার ৩৪৪ কোটি টাকা।

বাজেট বক্তব্যে এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ দেওয়া হয়েছে ২৪ হাজার ৯৪০ কোটি টাকা। যা ২০১৯-২০ অর্থবছরে ছিল ২৪ হাজার ৪০ কোটি টাকা। সেই হিসেবে গত বছরের বাজেটের চেয়ে এবার ৯০০ কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ রাখা হয়েছে ৩৩ হাজার ১১৭ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরে ছিল ২৯ হাজার ৬২৪ কোটি টাকা। সেই হিসেবে এবার ৩ হাজার ৪৯৩ কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় বাজেট বরাদ্দের তথ্য তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮ হাজার ৩৪৪ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরের ছিল ৭ হাজার ৪৫০ কোটি টাকা। সেই হিসেবে এবার ৮৮৪ কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়েছে।

এদিকে, চলমান করোনা পরিস্থিতিতে দীর্ঘ ছুটির ক্ষতি পুষিয়ে নিতে পাঠ্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় টেলিভিশন ও অনলাইন মাধ্যমে শিক্ষা কার্যক্রম গুরুত্ব পেয়েছে প্রস্তাবিত বাজেটে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি