ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ১১ জুন ২০২০ | আপডেট: ১৭:২১, ১১ জুন ২০২০

নতুন অর্থবছরের (২০২০-২০২১) বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। সশস্ত্রবাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়াতে এ খাতে ৩৪ হাজার ৪২৭ কোটি টাকার পরিচালন ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে দেশের ৪৯তম বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আওয়ামী লীগ সরকারের ২০তম এ বাজেট দেশের সবচেয়ে বড় বাজেট। 

চলতি অর্থবছরের (২০১৯-২০২০) সংশোধিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিল ৩২ হাজার ৬৫০ কোটি টাকা। বিগত অর্থবছরের তুলনায় প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা।

করোনায় বিপর্যস্ত দেশের মানুষ ও অর্থনীতির জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার মধ্যে পরিচালনা ব্যয় ধরা হয়েছে তিন লাখ ৪৮ হাজার ১৮০ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে দুই লাখ ১৫ হাজার ৪৩ কোটি টাকা। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রস্তাব করা হয়েছে দুই লাখ পাঁচ হাজার ১৪৫ কোটি টাকা।

এমএস/এসি


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি