ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

ছাত্রী ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৬, ২৪ ফেব্রুয়ারি ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরপ্রবি) ছাত্রী ধর্ষণ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলটি বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে শুরু হয়ে পুরাতন কলা ভবন ও প্রক্টর অফিস প্রদক্ষিণ করে মুরাদ চত্ত্বরে এসে শেষ হয়। মিছিলে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, ‘নিপীড়নের বিরুদ্ধে জাবিতে ইতোপূর্বে অনেক মিছিল হয়েছে। দেশে যেভাবে ধর্ষণ ও নীপিড়নের ঘটনা বাড়ছে মনে হয় জাহাঙ্গীরনগরকে আবার জেগে উঠতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীই যদি এমন ঘটনার শিকার হয় তাহলে যারা কর্মক্ষেত্রে আছে তাদের অবস্থা কি তা ভেবে দেখা উচিত। বশেমুরপ্রবি ও জবির ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিভাবে কুপ্রস্তাব দিয়ে এখনো পদে আছে তার জন্য বিস্মিত হই। আমরা প্রত্যাশা করছি জাবি শিক্ষকরাও দোষীদের শাস্তির দাবিতে আমাদের সাথে একাত্মতা পোষণ করবেন।’

বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী অর্ণা বলেন, ‘স্বাধীন এই দেশে নারীরা নিরাপদ নয় এর প্রমাণ গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দ্বারা ছাত্রী নিপীড়নের শিকার হওয়ার ঘটনা। খুব অসহায় ও বিব্রতবোধ করছি। দেশে ধর্ষণ ও শিক্ষক দ্বারা নিপীড়ন এখন নিত্য-নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। কার কাছে বিচার চাইবো, কি বলবো তা ভেবে পাচ্ছি না। এই ঘটনাগুলোর সুষ্ঠু বিচার দাবি করছি।’

এছাড়া সমাজতান্ত্রিক ছাত্রফন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, ‘আজকের বিক্ষোভ মিছিলে আমরা প্রমাণ করতে চাই আমাদের কাছে এসব কর্মকাণ্ডকে ঠাঁই নেই। আমরা এর দ্রুত ও সর্বোচ্চ বিচার চাই। আমরা এমন সমাজের প্রত্যাশা করি যে সমাজে প্রত্যেক মানুষ, সে নারী কিংবা পুরুষ তার যথাযথ নিরাপত্তা থাকবে। আমরা সুস্থ সংস্কৃতি চর্চার সমাজ গড়তে চাই। আসুন নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে আমরা চুপ না থেকে প্রতিবাদ করি। নইতো আমাদের এই নিরবতাই তাদের অপকর্মে সাহস যোগাবে।’

সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে হাইকোর্টে নিপীড়ন বিরোধী যে নীতিমালা কার্যকর করার কথা ছিলো তা দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। সেই সাথে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে সেই নীতিমালা কার্যকর করার কথাও বলা হয়।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি