ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

জবিতে প্রতি মঙ্গলবার বন্ধ থাকবে পরিবহন, ক্লাস হবে অনলাইনে

জবি প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৩, ৯ আগস্ট ২০২২ | আপডেট: ১০:০৫, ৯ আগস্ট ২০২২

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রতি মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীদের সকল পরিবহন বন্ধ থাকবে। সেদিন সকল বিভাগের ক্লাস হবে অনলাইনে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরিবহন বন্ধের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি সপ্তাহের মঙ্গলবার (একদিন) অনলাইন ক্লাস হবে৷ তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত যানবাহনগুলো প্রতি সপ্তাহের মঙ্গলবার বন্ধ থাকবে।

সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি