কুয়েটে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার
প্রকাশিত : ২২:৩৫, ১৪ জানুয়ারি ২০২৬
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং বিআর্ক প্রোগ্রামের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা দুপুর পৌনে ১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে ১৬টি বিভাগে সর্বমোট ১ হাজার ৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এবছর ভর্তি পরীক্ষায় মোট ১১ হাজার ৭১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। ৩ ঘণ্টাব্যাপী সর্বমোট ৫০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিআর্ক প্রোগ্রামে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের লিখিত পরীক্ষা ছাড়াও আলাদাভাবে ১ ঘণ্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা নেয়া হবে।
এবছর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা কুয়েট ছাড়াও বুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রসমূহ ও আসন সংখ্যা হলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) (রোল নম্বর ১০০০১-১৬২২২ পর্যন্ত মোট ৬২২২জন), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) (রোল নম্বর ২০০০১-২৫৪৯১ পর্যন্ত মোট ৫৪৯১জন)
ভর্তি সংক্রান্ত সকল তথ্যাবলী admission.kuet.ac.bd সাইটে পাওয়া যাবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে admission@kuet.ac.bd-তে ই-মেইল করা যাবে।
এমআর//
আরও পড়ুন










