ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ঢাবির হাতাহাতিতে জবির শিক্ষক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৯, ৩০ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:৩৯, ৩০ জুলাই ২০১৭

ছবি: ফাইল ফটো

ছবি: ফাইল ফটো

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীদের হাতাহাতির সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে

কাজী ফারুক হোসাইন নামের ওই শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) প্রভাষক ।

শনিবার বিকালে ঢাবির নবাব নওয়াব আলী সিনেট ভবনের সামনে শিক্ষার্থীদের উপর ‘হামলায়’ তিনি অংশ নেয় বলে অভিযোগ ছাত্রদের। তার শাস্তি চেয়েছেন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির।

তিনি গণমাধ্যমকে বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে। সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক শিক্ষার্থীদের মারধর করেছে। আমরা ওই শিক্ষকের শাস্তির দাবি জানাই।

ছাত্র প্রতিনিধিদের বাদ রেখে উপাচার্য প্যানেল নির্বাচনের লক্ষ্যে সিনেট অধিবেশন বসার প্রতিবাদে এদিন বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। রেজিস্ট্রার ভবনের ফটক খুলে বিক্ষোভকারীরা সভাস্থলের দিকে এগোলে শিক্ষকরা বাধা দেন। ওই সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়, এতে দুই শিক্ষকসহ আটজন আহত হন।

কাজী ফারুক হোসাইন গণমাধ্যমকে বলেন, ‘আমি জগন্নাথের শিক্ষক হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছি। বামপন্থি কিছু শিক্ষার্থী সিনেট ভবনের গেইট ভেঙে ভিতরে ঢুকে শিক্ষকদের সাথে হাতাহাতি শুরু করলে আমি তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি। তবে মারামারির কোনো ঘটনা ঘটেনি’।

 

আর/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি