ঢাকা, সোমবার   ১২ জানুয়ারি ২০২৬

মাউশির নতুন মহাপরিচালক মাহবুবুর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশ জারি মাধ্যমে চলতি দায়িত্বে মাহবুবুর রহমানকে এই নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে।

গত শনিবার(৬জানুয়ারি)বর্তমান মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামানের চাকরির মেয়াদ শেষ হয়। নিয়োগের আদেশে বলা হয়, এই চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়। এই দায়িত্ব দেয়ার কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না। সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে এ চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।

গত বছরের ১৭ এপ্রিল ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও সমাজবিজ্ঞানের অধ্যাপক মাহবুবুর রহমানকে ঢাকা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি