ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

এসএসসির সময় বন্ধ থাকবে ফেসবুক-টুইটার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ২৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:১৮, ২৩ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে দেশে ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ থাকবে। পরীক্ষার সময়টুকুই বন্ধ থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রী।
অন্যান্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা ১০টা থেকে দুপুর ১ টা এবং বিকালের পরীক্ষা ২টা থেকে ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এরআগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তিনদিন আগে থেকে শুরু করে সব পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।
সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে সরকারকে। প্রশ্নফাঁসের ঘটনাগুলো ফেসবুকেই বেশি ঘটে থাকে। পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম পরীক্ষাকালে বন্ধের সিদ্ধান্ত নিল শিক্ষা মন্ত্রণালয়।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি