ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

রাশিয়ায় মহাকাশ সম্মেলনে ইবি শিক্ষিকা ড. রেহেনার যোগদান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২২, ১১ সেপ্টেম্বর ২০১৮

জাতিসংঘের আয়োজনে মহাকাশ আইনের উপর প্রথম আন্তর্জাতিক সম্মেলনে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেহেনা পারভীন তার গবেষণা পত্র উপস্থাপন করবেন।

মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে তিনি প্রথম বাংলাদেশী ও বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন।  

জানা গেছে, তাঁর গবেষণাপত্রে ‘Role of Universities for Strengthening Capacity Building in Space Law and Policy’ এর শীর্ষক বিষয়ে আলোকপাত করবেন।

গতকাল সোমবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাশিয়ার উদ্দেশ্যে পাড়ি রওনা দিয়েছেন তিনি। এর আগেও ড. রেহেনা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করেছিলেন।  

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি