ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল বাতিল, উত্তীর্ণদের নিয়ে ফের পরীক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ২৩ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:২৭, ২৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সাইয়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মাকসুদ কামাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে নতুন করে আবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে পরীক্ষায় যারা ফেল করেছেন তাঁরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। যারা উত্তীর্ণ হয়েছেন তাঁরাই কেবল পরীক্ষা দিতে পারবেন।

এর আগে গত ১২ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল জালিয়াতির অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলাও করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুলিশ গ্রেফতার করে ছয়জনকে।

একে// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি