ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

রাবিতে ক্লাস বর্জন করে বিষয় কোড অন্তর্ভুক্তির দাবি

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:১০, ১৯ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবিতে) ক্লাস বর্জন করে পিএসসিতে বিষয়কোড অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। প্রক্রিয়াদিন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আগামীকাল থেকে পরীক্ষা বর্জন করা হবে বলেও জানান তারা।

রোববার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন দাবি তুলে এসব কথা বলেন শিক্ষার্থীরা।

বিভাগের শিক্ষার্থীরা বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মত একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগটি  বিষয় কোড পেতে আন্দোলন করতে হয়। ১৯৯৬ সালে প্রতিষ্ঠা হলেও এখন পর্যন্ত নিজস্ব বিষয় কোড পায়নি, যা আমাদের জন্য অত্যন্ত লজ্জার।’ 

তারা বলেন, ‘আমরা সারাদিন ল্যাব- ক্লাস নিয়ে পড়ে থাকি। সবকিছু পড়েও অনার্স শেষে যখন বিষয় কোড পাবো না তখন হতাশা তৈরি করবে। সায়েন্সে সকল বিষয় পড়তে হয় কিন্ত আমরা সায়েন্সের আন্ডারে আছি এটা বলতে পারিনা। বিভাগের সকল শিক্ষার্থীরা মেধাবী হওয়া সত্বেও চাকরির বাজারে এই বিভাগের শিক্ষার্থীরা প্রচন্ড হতাশ।’ 

ওই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জিমরান সাকিব বলেন, ‘আমাদের শিক্ষকরা যখন বিষয় কোডের দাবি জানায় তখন পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) থেকে বিভিন্ন আশ্বাস দেয়া হয়। কিন্তু আমরা আর আশ্বাসে বসে থাকবো না। বিষয়কোড নিয়ে বাড়ি ফিরবো। চাকরির পরীক্ষায় বিষয় কোড নিয়ে বিড়ম্বনা ও প্রক্রিয়াধীন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আগামিকাল থেকে  ক্লাস পরীক্ষা পর্যন্ত বর্জন করে আন্দোলনে চলবে। দ্রুত সমস্যা সমাধানে আগামিকাল উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়া হবে।’ 

এআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি