ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ববির ৫ শিক্ষার্থী

ববি সংবাদদাতা

প্রকাশিত : ১৯:০৭, ২৮ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

শিক্ষা জীবনে কৃতিত্বের সাথে ভালো ফলাফল অর্জনের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণ পদক-২০১৮ পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী। 

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ প্রাপ্তরা হলেন, কলা ও মানবিক অনুষদ থেকে ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাবাচ্ছুম ইসলাম নবণী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ থেকে গণিত বিভাগের মো. আসলাম হোসাইন, জীববিজ্ঞান অনুষদ থেকে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সায়মা মুজিব, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মৌসুম এবং ব্যবসায় অনুষদ থেকে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শারমিন সুলতানা।

গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের হাতে স্বর্ণপদক তুলে দিয়েছেন। 

কেআই/এসি

 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি