ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

সোশ্যাল মিডিয়ার ‘ভুয়া’ খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ২৯ আগস্ট ২০২০ | আপডেট: ১৫:৩৮, ২৯ আগস্ট ২০২০

ফেইসবুকে শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া পাতা ও দেয়ালের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল। বিষয়টিকে নজরে এনেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্যে বিভ্রান্ত না হতে অনুরোধ জানানো হয়েছে। 

আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ঝুঁকি থাকায় কখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে এবং কখন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। পরীক্ষা নেবার উপযুক্ত পরিস্থিতি হলে তখন পরীক্ষা নেয়া হবে এবং তারিখ গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। উপযুক্ত পরিবেশ বিরাজমান হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ারও সিদ্ধান্ত নেয়া হবে। 
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহবানও জানানো হয়। 

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের একটি ভেরিফাইড ফেইসবুক পাতা রয়েছে। (https://www.facebook.com/moebdgov)

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি