ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

আজ মেডিকেলে ভর্তি পরীক্ষা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১, ২ এপ্রিল ২০২১

২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএসের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা হবে। সারাদেশের ১৯ কেন্দ্রের ৫৫ ভেন্যুতে এক লাখ ২২ হাজার ৮৭৪ ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। করোনা মহামারির উচ্চ সংক্রমণের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনে আপত্তি তুলেছিলেন কিছু অভিভাবক ও শিক্ষার্থী। তবে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে পূর্বনির্ধারিত সময়ে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব জানান, এমবিবিএস ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশের কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র পাঠানো শুরু হয়। বিকেলের মধ্যে সব কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছানো হয়েছে।

পরিচালক আরও বলেন, আজ সকাল ৮টার মধ্যে পরীক্ষা কেন্দ্র খুলে দেওয়া হবে। এ জন্য পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছানোর আহ্বান জানানো হচ্ছে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি