ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা গ্রহণ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ১৩ জুন ২০২১ | আপডেট: ১৬:৪২, ১৩ জুন ২০২১

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গত বছরের মার্চে স্থগিত হওয়া পরীক্ষাসমূহ সশরীরে নেওয়া হয়েছে।

রোববার (১৩ জুন) সকাল ১০ টায় শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসির) নির্দেশনা অনুসারে ও সরকারি স্বাস্থ্যবিধি মেনে ইতোপূর্বে স্থগিত হওয়া কয়েকটি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কলা অনুষদের ডীন প্রফেসর ড. আহমেদুল বারী, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো.
 সাহাবউদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধানসহ অন্যান্যরা।

চলমান এ পরীক্ষা কার্যক্রম শুরুর ফলে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার নিরসন হলো। ফলশ্রুতিতে শিক্ষার্থীদের মাঝে মানসিক স্বস্তি ফিরে আসবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে।

উল্লেখ্য, প্রথম দিনের পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি