ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

জাবিতে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন 

জাবি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৮, ২৪ ডিসেম্বর ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রেসক্লাবের সদস্যদের জন্য প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে৷ 

শুক্রবার (২৪ ডিসেম্বর) পিআইবির সেমিনার কক্ষে 'প্রশিক্ষণ সমাপণ ও সনদপত্র বিতরণ' অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ শেষ হয়৷ এর আগে বুধবার (২২ ডিসেম্বর) প্রশিক্ষণ শুরু হয়। 

জাবি প্রেসক্লাবের সূত্রে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সদস্যদের জন্য বিশেষায়িত এই কর্মশালায় ২৮ সদস্য অংশগ্রহণ করেন। সার্কিট হাউজ রোডের পিআইবি ভবনে ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ (আবাসিক) কর্মশালা অনুষ্ঠিত হয়।

'সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ' শীর্ষক এই প্রশিক্ষণের প্রথম কর্মদিবসে জিলহাজ উদ্দীন নিপুন 'সংবাদের সংজ্ঞা, সংবাদ মূল্য ও সংবাদ চেতনা' এর উপর সেশন পরিচালনা করেন। সংবাদ লেখার কৌশল এর উপর সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান কাজল। দ্বিতীয় দিনে 'অনুসন্ধানী প্রতিবেদন' এর উপর সেশন পরিচালনা করেন নিউইয়র্ক টাইমসের স্ট্রিংগার জুলফিকার আলী মানিক৷ সমাপনী দিনে 'ফিচারের ধারণা ও কৌশল' এর উপর সিনিয়র সাংবাদিক সাহাব উদ্দীন সেশন পরিচালনা করেন। কর্মশালার সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন জিলহাজ উদ্দীন নিপুন।   

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল বলেন,‘এক সময় সাংবাদিকদের প্রশিক্ষণ নেয়ার সুযোগ ছিল না। প্রশিক্ষণ নেয়া সাংবাদিকদের কেউ ভালোভাবে গ্রহণ করতো না। এখন পরিস্থিতি পাল্টেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুবই সাংবাদিকবান্ধব। তিনি সাংবাদিকদের আর্থিক দিক যেমন দেখছেন, তেমন প্রফেশনালিজমও দেখছেন। ৯ম ওয়েজ বোর্ডে সাংবাদিকদের বেতন পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও অনেক বেশি। এখন সাংবাদিকতার সুযোগ যেমন বেড়েছে, প্রতিযোগিতাও বেড়েছে৷ তাই প্রশিক্ষণ না নিলে টিকে থাকার সুযোগ নেই৷’

সভা প্রধানের বক্তব্যে পিআইবির গবেষণা বিশেষজ্ঞ ড. কামরুল হক বলেন, ‘বর্তমান সময়ে পিআইবির কাজের পরিধি বাড়ছে, দেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিকদের তারা প্রশিক্ষণ দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ সুযোগ পাচ্ছেন। এটি অত্যন্ত আশার কথা। এতে করে সাংবাদিকদের প্রফেশনালিজম বাড়বে৷ দেশের বৃহত্তর স্বার্থে তারা এগিয়ে আসবেন বলে আমরা মনে করি ৷’
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি