ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

বুলবুল হত্যা: ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০১, ২৬ জুলাই ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যার বিচারের দাবিতে দফায় দফায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা  মানববন্ধন করেন। 

মানববন্ধন শেষে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মানববন্ধন শেষে ২৪ ঘণ্টার আল্টিমেটামসহ ৪ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। 

দাবিসমূহ হচ্ছে- ২৪ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা, নিহতের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদান, ক্যাম্পাসের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং স্মৃতি রক্ষার্থে বুলবুল হত্যার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ ও বুলবল চত্তর ঘোষণা।

একই দাবিতে একই স্থানে সকাল সাড়ে ১১টায় আরেকটি মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের সদস্যরা। বৃষ্টিতে ভিজে মাবনবন্ধনে অংশ নেন তারা।
 
মানববন্ধন শেষে ৪ দফা দাবি তুলে ধরেন তারা।

এএইচ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি