ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

জাবি উপাচার্য প্যানেল নির্বাচনে জয়ী আমির-নূরুল-অজিত

জাবি প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৪৮, ১২ আগস্ট ২০২২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনে জয়ী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমির হোসেন, অধ্যাপক নূরুল আলম এবং অধ্যাপক অজিত কুমার মজুমদার।  

শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টায় নির্বাচন শুরু হয়ে সন্ধ্যা ৭টায় ভোট গ্রহণ শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত নির্বাচন শেষে এ ফলাফল পাওয়া যায়। ফলাফল ঘোষণা করেন সিনেটের সচিব ও রিটার্নিং অফিসার রেজিস্ট্রার রহিমা কানিজ।

নির্বাচনে আওয়ামীপন্থী পৃথক ৩টি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৯ জন প্রার্থী। ভোটার সংখ্যা মোট ৮১ হলেও ৭৬ জন নির্বাচনে উপস্থিত ছিলেন। এতে সর্বোচ্চ ৪৮ ভোট পেয়ে প্যানেলে প্রথম স্থান অধিকার করেন অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক আমির হোসেন। বর্তমান সাময়িক উপাচার্য অধ্যাপক নুরুল আলম ৪৬ ও অধ্যাপক অজিত কুমার মজুমদার ৩২ ভোট লাভ করে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন। 

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ তাদের তিনজনের মধ্য থেকে একজনকে জাবির ২১তম উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করবেন।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি