ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি থাকবে না বিষয়টি গুজব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৪, ১৭ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি থাকবে না বলে ছড়িয়ে পড়া তথ্যটিকে গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, ‘শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটিই পরিচালনা করবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব সম্পর্কে ব্যাখায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ‘বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পাচ্ছে মর্মে গুজব ছড়ানো হচ্ছে। যা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে।’ 

এতে উল্লেখ করা হয়, ‘ম্যানেজিং কমিটি থাকবে না মর্মে প্রচারিত তথ্যটি সঠিক নয়। আগের মতোই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে ম্যানেজিং কমিটি। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে এই সংক্রান্ত কোন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া হয়নি।’

আরও বলা হয়, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মনিটর করার কথা বলা হয়েছে, পূর্বেও জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই দায়িত্ব পালন করতেন।’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি