ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

হাবিপ্রবিতে লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন প্রশিক্ষণ

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১১, ১ সেপ্টেম্বর ২০২২

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুটি ব্যাচে ৪ দিন করে মোট ৮ দিন এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে লাইব্রেরি ও সংশ্লিষ্ট বিভিন্ন শাখায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। 

বৃহস্পতিবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নবনিযুক্ত ডীন ও সাবেক ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, লাইব্রেরিয়ান প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, সিএসই অনুষদের ডীন প্রফেসর মোঃ মেহেদী ইসলাম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইব্রেরি অটোমেশন বাস্তবায়ন কমিটির আহবায়ক এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক প্রফেসর ড. এ টি এম শফিকুল ইসলাম, সঞ্চালনা করেন ডেপুটি লাইব্রেরীয়ান মোঃ আব্দুর রউফ বিন আবেদিন। 

এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পর্যায়ে আমরা অটোমেশন কার্যকর করতে চাই। ইতোমধ্যে পরীক্ষা সিস্টেম তথা পরীক্ষা নিয়ন্ত্রণ শাখা অটোমেশনের আওতায় এসেছে। লাইব্রেরি অটোমেশনের কাজও শেষ, সামনে এর সুফল পাবে শিক্ষার্থীরা। অন্যান্য প্রশাসনিক কার্যক্রমও অটোমেশনের আওতায় আসবে। ই-ফাইলিং এর উপর প্রশিক্ষণ ইতোমধ্যে শুরু হয়েছে। সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে। 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ ডিজিটাল হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, লাইব্রেরি অটোমেশন হয়ে গেলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেক কমে যাবে। লাইব্রেরিতে কি কি বই আছে, কি কি বই নেই সেটি ঘরে বসেই স্মার্ট ফোনের মাধ্যমে শিক্ষার্থীরা চেক করতে পারবে। পাশাপাশি শিক্ষার্থীদের উন্নতমানের লাইব্রেরি কার্ড প্রদান করা হবে। তিনি আরও বলেন, যারা প্রশিক্ষণ নিচ্ছেন আপনাদের উপর অনেক বড় দায়িত্ব, আপনারা বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেবেন। পরিশেষে তিনি আয়োজক, প্রশিক্ষনার্থী ও রিসোর্স 
পার্সনদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি