ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

জবিতে তিন দিনব্যাপি চলচ্চিত্র প্রদর্শনী

জবি প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৫৫, ৬ সেপ্টেম্বর ২০২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘আমাদের সিনেমা’ শিরোনামে ৩ দিনব্যাপি চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে তিন দিনে মোট ছয়টি সিনেমা দেখানো হবে।

সোমবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। 

এসময় তিনি বলেন, ‘আমাদের বাংলা চলচ্চিত্র আমাদের মহান মুক্তিযুদ্ধে যে বিশেষ অবদান রাখছে সে ইতিহাস আমরা সবাই জানি। এছাড়াও আমাদের সুস্থ সাংস্কৃতিক চর্চার অন্যতম পাথেয় হিসেবে কাজ করে বাংলা চলচ্চিত্র। চলচ্চিত্র যেমনভাবে আমাদের বিনোদনের খোরাক জোগায় তেমনভাবে আমাদের জাতিসত্তাকে বিশ্বের কাছে তুলে ধরে।’
 
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ প্রতি বছরই এরকমের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ে এ রকমের সুস্থ সাংস্কৃতিকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদাই সমর্থন করি।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি আরাফাত ইসলাম আমান জানান, ‘একটা দেশ ও জাতির ইতিহাসকে সুন্দর, শুদ্ধ ও সুশৃঙ্খলভাবে তুলে ধরার জন্য সিনেমা অনেক শক্তিশালী ও কার্যকরী একটা মাধ্যম। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাংলা সিনেমা দেখার প্রতি আগ্রহী করে তুলতে আমরা প্রতিবছর ‘আমাদের সিনেমা’ শিরোনামে উৎসবের আয়োজন করে থাকি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সাড়া জাগানো ৬টি সিনেমা নিয়ে আমাদের এবারের আয়োজন। উৎসবের প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের প্রচুর আগ্রহ আমরা লক্ষ্য করছি। প্রতিটি সিনেমার টিকেটের জন্য অসংখ্য শিক্ষার্থী ভিড় করছে আমাদের বুথে। সবাই দল বেঁধে আমাদের সিনেমা দেখতে আসছেন।’

উল্লেখ্য, প্রথমদিন সকাল ১০টায় ‘শিমু’ ও  দুপুর ১টায়  ‘রাত জাগা ফুল’ এর প্রদর্শনী হয়। এছাড়াও আগামী ৭ সেপ্টেম্বর ১০টায় ‘গণ্ডি’ ও দুপুর ১টায় ‘নোনা জলের কাব্য’ এবং আগামী ১৪ সেপ্টেম্বর সকাল ১০টায় ‘অলাতচক্র’ ও ১২টায় ‘পরান’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি