ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

ইবির চিকিৎসা কেন্দ্র ভাঙচুরে কাব্যের সঙ্গে বহিষ্কার আরও ২

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৭, ১৬ জুলাই ২০২৩ | আপডেট: ১১:৩২, ১৬ জুলাই ২০২৩

মধ্যরাতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চিকিৎসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মূল হোতা কাব্যসহ ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ছাত্র শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হওয়ার পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।

বহিষ্কৃত রেজওয়ান সিদ্দিকী কাব্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া অন্য দুই বহিষ্কৃত শিক্ষার্থী হলেন একই বিভাগের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের আতিক ও সালমান আজিজ।

মেডিকেল সূত্রে জানা যায়, গত ১০ জুলাই রাত সাড়ে এগারোটার দিকে বুকের ব্যাথা নিয়ে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে আসে কাব্য। পরে সে কুষ্টিয়া মেডিকেলে যাওয়ার ইচ্ছা পোষণ করলে অ্যাম্বুলেন্স দিতে দেরী হওয়ায় চিকিৎসা কেন্দ্রে ভাংচুর চালায়। পরবর্তীতে তাকে অ্যাম্বুলেন্সযোগে কুষ্টিয়া পাঠানো হলেও মাঝপথে এক ডিসপেনসারি থেকে ঔষুধ কিনে ফিরে আসে সে।

উল্লেখ্য, এর আগে গত বছর ছুড়ি দেখিয়ে ছিনতাই এবং সাংবাদিক হত্যার উদ্দেশ্যে ক্যাম্পাসে দেশীয় অস্ত্রের মহড়া দেওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন রেজওয়ান সিদ্দিকী কাব্য।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি