ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪

শিক্ষা সফরে কলকাতায় ঢাকা স্কুল অব ইকোনমিক্সের ৭ শিক্ষার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ৬ ডিসেম্বর ২০২৩

ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম অন এন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্টে অংশ নিতে ভারতের কলকাতা ভ্রমণ করেন বাংলাদেশের সাত শিক্ষার্থী। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকোনমিক্সের ব্যাচেলর ও মাস্টার্সের শিক্ষার্থী। 

প্রোজেক্ট কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন বিশিষ্ট অধ্যাপক ড. সুব্রত চট্টোপাধ্যায়। 

একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে যেসব বিষয় জানা দরকার ও দৈনন্দিন যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সেসব বিষয়ে অধ্যাপক সপ্তপর্না ঘোষ, অধ্যাপক ড, সুব্রত চট্টোপাধ্যায়, অধ্যাপক বিকাশ মন্ডল, অধ্যাপক দীপক সাহা, অধ্যাপক দীবাকর রায় চৌধুরী ও প্রফেশনাল হিসেবে অভিজিৎ ঘোষ ও প্রাক্তন অধ্যাপক ড. মহুয়া দত্ত তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন। 

এছাড়া বাংলাদেশ ভারত এর মধ্যে যৌথভাবে ব্যবসায়িক বাণিজ্য ও এর পরিধি ও কেস স্টাডি আলোচনা করা হয়। তাছাড়াও শিক্ষার্থীরা ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে পরিচালিত 'ইনকিউবেশন' পরিদর্শনের সুযোগ পায় ও সরাসরি প্রোজেক্ট কো-অর্ডিনেটরদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা শুনেন।

শেষদিন সকল শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয় এবং ফিল্ড ট্রিপের অংশ হিসেবে পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা ২০২৩ ভ্রমণ করার মাধ্যমে শেষ হয় ৩ দিনের এই আয়োজন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি