ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

চুয়েট শিক্ষার্থীদের সড়কে অবস্থান অব্যাহত, ঘাতক বাসচালক গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৯, ২৪ এপ্রিল ২০২৪

বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহতের জেরে চুয়েট শিক্ষার্থীরা সড়কে তাদের অবস্থান অব্যাহত রেখেছেন। নিজেদের পেশকৃত দাবিগুলোর ব্যাপারে প্রশাসনের লিখিত আশ্বাস চায় শিক্ষার্থীরা। 

এদিকে, ঘাতক বাসের চালককে আজ বুধবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)র ট্রিপল-ই ’২০ ব্যাচের শিক্ষার্থী ইরফানুল করিম তোহা জানান, ‘আমাদের ৯ দফা দাবির কয়েকটির ব্যাপারে জেলা প্রশাসনের মঙ্গলবারের সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়েছে। তবে শাহ আমানত বাস সার্ভিসের রুট পারমিট বাতিলসহ আরও কিছু বিষয়ে এখনও ইতিবাচক কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। আমরা চাই, ৯ দফা দাবির পূর্ণাঙ্গ বাস্তবায়ন অথবা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক পদক্ষেপের লিখিত অঙ্গিকার। এর আগ পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।’

এদিকে, পুরকৌশল বিভাগের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসের চালক মো. তাজুল ইসলামকে আজ বুধবার দুপুরে নগরীর কোতোয়ালি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার উত্তর ঘাটচেক এলাকার বাসিন্দা।

এএইচ


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি