ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক উপস্থাপনা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৭:৪২, ১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে বাংলা ছোট গল্প অবলম্বনে সাংস্কৃতিক উপস্থাপনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় নজরুল স্মৃতিকেন্দ্রে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

ড. মো. হাবিব উল মাওলা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন, কলা অনুষদেরর ডিন. অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর। সম্বনয়ক হিসেবে ছিলেন অধ্যাপক আহমেদুল বারী।

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের (বাংলা ছোট গল্প-২) পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত চারজন লেখক মানিক বন্দ্যোপাধ্যায়, নারায়ন গঙ্গোপাধ্যায়, শামসুদ্দিন আবুল কালাম ও আলাউদ্দিন আল আজাদের ছোট গল্প সমগ্র থেকে বাছাইকৃত একটি করে ছোট গল্পকে নাটিকায় রূপ দান করা হয়েছে।

শিক্ষার্থীদের প্রশিক্ষণে সার্বিক সহযোগিতায় থেকে চূড়ান্ত রুপ দিতে সহযোগিতা করেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মামুন রেজা।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি