ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফাল্গুন উৎসব

প্রকাশিত : ১৮:১১, ২ মার্চ ২০১৯ | আপডেট: ১৮:৪২, ২ মার্চ ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাচ,গান,অভিনয় আর কবিতা আবৃত্তির মধ্য দিয়ে ফাল্গুন উৎসব পালিত হয়েছে।শনিবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে সাংস্কৃতিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় সংগীত সংঘ এ ফাল্গুন উৎসবের আয়োজনে করে।

নিশাত রুমি ও তানিম হীরকের যৌথ সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। সংগীত সংঘের শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ চত্বর। অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত কবি শেখ চন্দন আলী ও  শেখ এনায়েত আলী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গান পরিবেশন করেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয় সংগীত সংঘের সভাপতি দীপ্ত মজুমদার। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি