ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইবিতে নিয়োগ বাণিজ্যের দায়ে দুই শিক্ষক বরখাস্ত

প্রকাশিত : ১৮:৫৪, ২৮ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বাণিজ্যের অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৯ জুন) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগ হওয়ার কথা ছিল। ওই নিয়োগে এক প্রার্থীকে চাকরি দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা লেনদেনের অডিও ফাঁস হয়। পরে শুক্রবার উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী নির্বাচনী বোর্ড স্থগিত করে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

জানা যায়, ২৯ জুন অনুষ্ঠিতব্য ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগ নির্বাচনী বোর্ড এর একজন আবেদনকারীকে অর্থের বিনিময়ে চাকুরী দিতে ১৮ লাখ টাকা লেনদেন করেন অভিযুক্ত দুই শিক্ষক। তারা হলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রহুল আমিন ও ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রহিম।

আরিফ নামে ওই প্রার্থীর সঙ্গে আর্থিক লেনদেনের বেশ কয়েকটি অডিও বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৩ (গ) ধারায় অপরাধ দেখিয়ে দুই শিক্ষককে সাময়িক বরখাস্থ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন,‘আমরা সব সময় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে বিষয়টির সঙ্গে ওই দুই শিক্ষকের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছি। তাৎক্ষণিকভাবে অত্যন্ত কঠোরতার সাথে অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে নিয়োগ বোর্ড স্থগিত করে দিয়েছি। দ্রুতই একটি তদন্ত কমিটি করা হবে।’

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি