ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তৃতীয় দিনের মতো জাবিতে প্রশাসনিক ভবন অবরুদ্ধ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

গাছ কেটে হল নির্মাণ করার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মত প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রেখেছে শিক্ষক শিক্ষার্থীদের একাংশ। 

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে অবরোধ শুরু করেন শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ। অবরোধ চলবে বিকেল চারটা পর্যন্ত।

অবরোধ করার ফলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি। অফিসে আসেননি উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম। 

এদিকে টানা তৃতীয় দিনের মত প্রশাসনিক ভবন অবরোধ থাকায় প্রশাসনিক র্কাযক্রমে অস্থিরতা দেখা দিয়েছে।

এদিকে উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি