ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইবি কর্মকর্তা সমিতির সভাপতি জোহা, সম্পাদক মোর্শেদ

ইবি সংবাদদাতা

প্রকাশিত : ১৩:০৮, ১৮ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির সভাপতি পদে শামছুল ইসলাম জোহা এবং সাধারণ সম্পাদক পদে মীর মোর্শেদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ফল ঘোষণা করা হয়। এদিন সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে।

নির্বাচনে জোহা-মোর্শেদ ও পারভেজ-হান্নান প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এতে জোহা-মোর্শেদ প্যানেল পূর্ণ প্যানেলে নির্বাচিত হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে গোলাম আজম বিশ্বাস ও সলিম উল্যা সেলিম, য্গ্মু-সম্পাদক পদে রাশিদুজ্জামান খাঁন টুটুল, কোষাধ্যক্ষ পদে আব্দুল লতিফ, প্রচার ও দফতর সম্পাদক পদে জাহিদুল ইসলাম, সাংস্কৃতিক সাহিত্য পত্রিকা ও ক্রীড়া সম্পাদক পদে ওয়ালিদ হাসান মুকুট, মহিলা বিষয়ক সম্পাদক পদে রাজিয়া সুলতানা নির্বাচিত হয়েছেন।

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে গোলাম হোসেন, বাবুল হোসেন, অব্দুর রাজ্জাক, তোবারক হোসেন বাদল, মিজানুর রহমান ও উকিল উদ্দিন নির্বাচিত হয়েছেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি