ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

আইইউবি-তে ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৯, ৪ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে নবনির্মিত ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। এর ফলে আইইউবি’র শিক্ষার্থীরা এখানে ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন এবং অন্যান্য ইনডোর গেমস খেলার সুবিধা পাবে। ২ ফেব্রুয়ারি যৌথভাবে এই ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধন করেন আইইউবি’র ট্রাস্টিবৃন্দ, শিক্ষক এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সাবেক শিক্ষার্থীরা। 

আইইউবি সবসময় নিয়মিত পাঠ্যক্রমের বাইরে অন্যান্য কর্মকাণ্ডে শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে আসছে। কারণ, আইইউবি বিশ্বাস করে যে ‘‘খেলাধুলা শিক্ষার অংশ নয়, বরং খেলাধুলাই একটি পূর্ণাঙ্গ শিক্ষা’’। বর্তমান বিশ্ব যে দ্রুততার সঙ্গে পরিবর্তিত হচ্ছে তার সঙ্গে খাপ খাইয়ে নিতে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকা জরুরি বলে মনে করে আইইউবি। কেননা শারীরিক সুস্থতা ও সক্ষমতা সর্বোচ্চ মেধার বিকাশে সহায়ক। এলক্ষ্যে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের সবসময় উৎসাহ দেয়া হয়ে থাকে।  

ক্রীড়া কমপ্লেক্সেটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী, ফিন্যান্স কমিটির চেয়ারম্যান জাভেদ হুসেইন, সম্মানিত ট্রাস্টি তানভির মাদহার, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, শিক্ষক এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক আইইউবি’র ছাত্র-ছাত্রী।  

কমপ্লেক্সের উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষ হয় শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে ফুটবল এবং বাস্কেটবল ম্যাচের মধ্য দিয়ে। অনুষ্ঠানে আগত বিপুল সংখ্যক অতিথি জমজমাট ম্যাচ দু’টি উপভোগ করেন।

কেআই/এসি


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি