ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

জাককানইবিতে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত 

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৮, ১০ ফেব্রুয়ারি ২০২০

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে মাদক বিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ প্রফেসর মো. জালাল উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাছ উদ্দিন, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, ময়মনসিংহ জেলার ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য্য। এসময় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ূন কবীর।

সমাবেশে বক্তারা মাদক, জঙ্গীবাদ ও দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে বক্তব্য দেন। মাদকের ভয়াবহতা সম্পর্কে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বলেন, আজকের প্রজন্ম নাকি হতাশ। তাহলে তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেন হতাশ? যেখানে একটা দেশ এভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ যেখানে মধ্যম আয়ের দেশ সেখানে তোমার হতাশ হওয়ার কোন কারণ দেখছি না। তোমরা অনেক সম্ভবনাময়ী। আমার চেয়ে তোমাদের মেধা, সম্ভাবনা সবই বেশি। আমি শুধু তোমাদেরকে বলবো তোমরা নিজেকে জানো। নিজের জীবনের সফলতার মূলমন্ত্র তুলে ধরে ডিআইজি মো. হারুন অর রশিদ আরো বলেন, আমার জীবনের একটি দিক সবসময় ছিল সেটা হলো ডিটারমিনেশন। আমার ডায়েরীতে নো বলে কোনো শব্দ নেই, ইম্পসিবল বলে কোনো শব্দ নেই। জীবনে উন্নতির জন্য ডিসিপ্লিনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও মুজিব বর্ষের শুভেচ্ছা জানিয়ে  উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, দুর্নীতি, মাদক ও জঙ্গীবাদ মোকাবিলার জন্য নবীন শিক্ষার্থীদের ভালোবাসার বার্তা ছড়ানোর আহবান জানাই।  পৃথিবীতে ভালোবাসার শক্তির চেয়ে বড় কিছু নেই। ভালোবাসার মধ্যদিয়েই সবকিছু জয় করা যায়। লেটস লাভ অল। ভালোবাসা থাকলে মাদক থাকবে না, দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না। জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটিতে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি