ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

দু’দশক পর গান প্রকাশ করছেন শম্পা রেজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ৩০ জুন ২০২০

Ekushey Television Ltd.

টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী শম্পা রেজা। অভিনয়ের পাশাপাশি গানেও সুখ্যাতি রয়েছে তার। ২০ বছর আগে একটি একক অ্যালবাম প্রকাশ করেছিলেন তিনি। এরপর অভিনয়েই ব্যস্ত হয়ে পড়েন। মাঝে মধ্যে উপস্থাপনায় দেখা গেলেও গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হননি তিনি। ২০ বছর পর নতুন খবর দিলেন তিনি। প্রকাশ হতে যাচ্ছে তার নতুন গান।

এ বিষয়ে শম্পা রেজা বলেন, ‘অভিনয় করলেও গানের সঙ্গেই থাকা হয় আমার। গান ছাড়িনি কখনই। গানের চর্চা করার পাশাপাশি শেখানোর কাজও করে যাচ্ছি। তবে ব্যস্ততার কারণে গান প্রকাশ করা হয়নি। নতুন গান প্রকাশের জন্য অনেকের অনুরোধ ও উৎসাহ পেলাম। তাই ২০ বছর পর গান প্রকাশ করছি। শিগগিরই কয়েকটি গান প্রকাশ করার ইচ্ছা আছে।

এছাড়া শম্পা রেজা বাংলাদেশ বেতারের নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন। শনিবার থেকে তিনি চারটি ছোট নাটকের রেকর্ডিং শুরু করেছেন বেতারের সদর দপ্তরে। যা নির্মিত হচ্ছে সামাজিক প্রেক্ষাপট নিয়ে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি