ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

মেয়ের জন্য ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৭, ৩০ জুন ২০২০

Ekushey Television Ltd.

ওয়েব সিরিজ় ‘ব্রিদ’ আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে। অভিষেক বচ্চন এবারই প্রথম ওয়েবে কাজ করলেন। সম্প্রতি তার কেরিয়ারের দু’দশকও পূর্ণ হয়েছে। তাই অভিনেতার কেরিয়ার ও ব্যক্তিজীবনের ওপরে এখন স্পটলাইটের ঝলকানি একটু বেশি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছবি সই করার আগে পরিচালক-প্রযোজককে তিনি বলে দেন, ঘনিষ্ঠ দৃশ্য করবেন না। তার ‘‘মেয়ে বড় হচ্ছে। কোনও দৃশ্য দেখে ও প্রশ্ন করুক, তাতে তিনি স্বচ্ছন্দ বোধ করবেন না। এই জন্য তাকে অনেক ছবি ছাড়তেও হয়েছে’’। 

তাঁর হাতে পরপর ছবি, ‘বব বিশ্বাস’, ‘দ্য বিগ বুল’, ‘লুডো’। ‘মনমর্জ়িয়া’ ছবিতে বড় পর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছে। অভিষেক সেই ছবির রেশ টেনে বলেছেন, ‘‘একটা ফুড ডকুমেন্টরি বানাতে চাই। আমি আর ভিকি (কৌশল) হোস্ট করব। অনুরাগ (কাশ্যপ) পরিচালনা করবে। তাপসী প্রোডাকশন আর পিআর সামলাবে। কারণ ও তো কিছুই খাবে না’’।

এসইউএ/এসসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি