ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

প্রাসাদ ফিরে পেতে মোটা টাকা ঢাললেন সাইফ আলি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ২ জুলাই ২০২০ | আপডেট: ১৮:৫০, ২ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ভারতের হরিয়ানার পতৌদি প্যালেস। নাম শুনেই বোঝা যাচ্ছে ভুপালের নবাব পরিবারের প্রাসাদ। তবে কিনা, এই প্রাসাদ প্রায় হাতছাড়াই হয়ে গিয়েছিল পতৌদি পরিবারের। বিশাল অংকের টাকা ঢেলে তবেই ফিরে পেয়েছেন নিজেদের সম্পত্তি। এ কথা সম্প্রতি নিজেই জানিয়েছেন ছোট নবাব সাইফ আলি খান।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাইফ আলি জানান, বাবা মনসুর আলি খান পতৌদি মারা যাওয়ার পর তাদের প্রাসাদটি ভাড়া দিয়ে দেওয়া হয়েছিল একটি বিলাসবহুল হোটেল চেইনকে। ‘নিমরানা হোটেল’ নাম দিয়ে পতৌদি প্যালেসে হোটেল চালাত আমান আর ফ্রান্সিস। ওই আমায় জিজ্ঞেস করেছিল, আমি প্রাসাদ ফেরত চাই কিনা। আমি রাজি হয়ে যাওয়ায় বলল ফেরত পেতেই পারি, তবে মোটা টাকার বিনিময়ে।”

সাইফ আলি খান বলেন, “পারিবারিক সূত্রে ওটা আমাদের প্রাসাদ হলেও, ফিরে পেতে আমায় অনেক টাকা দিতে হয়েছে। সিনেমা করেই সেই টাকা রোজগার করেছি আমি। আমাদের পরিবারের ইতিহাস আছে, দারুণ ঐতিহ্য আছে, মহামূল্যবান ফোটোগ্রাফ আছে, জমি আছে, আমাদের বড় হওয়া অনেকটাই বৈভবের মধ্যে। তবে উত্তরাধিকার নেই।”

শোনা যায়, হরিয়ানার পতৌদি প্যালেসের বাজারমূল্য আজকের দিনে ৮০০ কোটি টাকার উপরে। সেই পতৌদি প্যালেসে এখন অবশ্য প্রায়ই  স্ত্রী কারিনা অথবা পুত্র তৈমুরের জন্মদিন উদযাপন করতে দেখা যায় ছোট নবাবকে।

এএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি