ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

দীর্ঘ বিরতির পর ফিরছেন সারিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ২৫ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

এক সময়ের জনপ্রিয় টেলি তারকা সারিকা যেনো অতিথি শিল্পী। একটি দুটি কাজ করেই ডুব দেন তিনি। যদিও তার কদর একটুও কমেনি। এবার দীর্ঘ বিরতির পর আবারও ক্যামেরার সামনে এলেন মডেল অভিনেত্রী। সম্প্রতি তিনি অভিনয় করেছেন সান্নিধ্যের গল্প নামের একটি ঈদের নাটকে। 

নটকটি পরিচালনা করেছেন রাকেশ বসু। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদকে। 

নাটকে দেখা যাবে, টাকার জন্য নীলা বিক্রি করে তার সান্নিধ্য। এটাই তার পেশা। বিভিন্ন ধরনের রোগী আসে সাইকিয়াটিস ডা.আয়াজের চেম্বারে। একদিন নীলা ভুল করে ঢুকে পড়ে তার চেম্বারে। এ নিয়ে ঘটে নানা ঘটনা। 

এ নাটক নিয়ে সারিকা বলেন, ব্যাকিক্রমী গল্পের নাটকের অভিনয়ের সুযোগ কমই মেলে। সান্নিধ্যের গল্প- নাটকের মাধ্যমে এ সুযোগ পেয়েছি। এতে আমি সান্নিধ্য বিক্রি করা এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আশা করছি নীলা চরিত্রটি দর্শকদের ভালো লাগবে।

সারিকা ও ইরফান সাজ্জাদ ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাফিসা কামাল ঝুমুর, সূচনা সিকদার প্রমুখ।

গত ২২ জুলাই রাজধানীর কাঁঠাল বাগানের একটি বাড়ীতে এর শুটিং শেষ হয়েছে। এটি আসছে ঈদে যে কোন একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি