ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ঈদে আসিফ-মৌটুসীর ‘তুমি এলে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০২, ২৯ জুলাই ২০২০ | আপডেট: ২৩:১০, ২৯ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

এবারের পবিত্র ঈদ উল আযহায় বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌটুসী এক সঙ্গে জুঁটি বেঁধেছেন। ২০ বছরের পরিচয় এ দুই শিল্পীর। তবে এক সঙ্গে দুই জনের গাওয়া হয়নি কোন গান। এবার এ দুই শিল্পী ‘তুমি এলে’ শিরোনামে গান নিয়ে আসছেন। মিউজিক ভিডিওতেও তাদেরকে  দেখা যাবে। 

ভারতের রাজীব দত্তের কাব্যমালায় এ গানে সুর দিয়েছেন পার্থ প্রতীম বাপ্পী। আর সংগীতায়োজন করেছেন সৌরভ বাবাই চক্রবর্তী। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। এই গান প্রকাশ হবে ভিডিওতে। এরইমধ্যে দারুণ এক গল্পে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। 

আসিফ আকরব জানান, মৌটুসীর গান তার খুব ভালো লাগে। জীবন চলার পথে তার কাছ থেকে কাজের মনোবল পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘ভাবীর গায়কী আমার খুব ভালো লাগে। আবার দীর্ঘ ১৭ বছর পর পার্থ প্রতীম বাপ্পী ভাইয়ের সুরে গাইলাম সেটাও আনন্দের। আশা করছি মৌটুসী ভাবী এবং আমার কণ্ঠে গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

মৌটুসী বলেন, ‘‘তুমি এলে’ দারুণ একটি মেলোডিয়াস গান। আসিফ আকবরের সঙ্গে এটাই আমার প্রথম গান। গানটির কথা-সুর-সংগীত সব মিলিয়ে বেশ ভালো হয়েছে। বাকিটা শ্রোতারা বিচার করবেন।’

৩০ জুলাই ডিএমএস’র ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে এই গানটি। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি