ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

করোনাকে জয় করে বাড়ি ফিরলেন অমিতাভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ৩ আগস্ট ২০২০ | আপডেট: ২০:১১, ৫ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

করোনাকে জয় করে অবশেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। রোববার বিকেলে এক টুইট বার্তায় ভক্তদের এ খবর জানিয়েছেন তার ছেলে অভিষেক বচ্চন। এদিকে অমিতাভ হাসপাতাল ছাড়লেও অভিষেক এখনো হাসপাতালেই আছেন।

টুইটে অভিষেক লেখেন, ‘আমার বাবার সর্বশেষ কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বাবাকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত উনি বাড়িতেই বিশ্রামে থাকবেন। আপনাদের প্রার্থনা আর শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ।’

সেই সঙ্গে নিজের খবর দিয়ে অভিষেক লেখেন, ‘কো-মর্বিডিটি থাকায় আমি এখনও করোনা পজিটিভ। তাই এখনও হাসপাতালেই থাকতে হবে। আমার পরিবারের পাশে থাকায় আপনাদের সবাইকে ধন্যবাদ।’

এর আগে করোনাকে জয় করেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার ৮ বছরের মেয়ে আরাধ্যা। হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তারা। আর এতে দারুণ খুশি হন অমিতাভ বচ্চন। পুত্রবধূ ও নাতনি সুস্থ হয়ে ওঠায় আনন্দে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।

ওই সময় টুইট বার্তায় অমিতাভ বলেন, ‘আমাদের ছোট্ট মেয়ে আর বউমা হাসপাতাল থেকে মুক্তি পাওয়ায় আমি চোখের পানি ধরে রাখতে পারছি না। প্রভু তোমার অপার কৃপা।’
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি