ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সিসিইউতে মিলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ৯ অক্টোবর ২০২০ | আপডেট: ১৭:৫১, ৯ অক্টোবর ২০২০

আনিসুর রহমান মিলন

আনিসুর রহমান মিলন

Ekushey Television Ltd.

অভিনেতা আনিসুর রহমান মিলন হঠাৎ অসুস্থ পড়লে তাকে কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট বা হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র’এ (সিসিইউ) ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার ভোররাতে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এ অভিনেতার ছোট ভাই আতাউর রহমান সুমন।

সুমন জানান, মিলনের কি সমস্যা সেটা এখনো বলা যাচ্ছে না। হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার হার্টের সমস্যা সন্দেহ করে ইলেকট্রো কার্ডিওগ্রাফি (ইসিজি) টেস্ট করান। সেখানে হার্টের সমস্যা ধরা পড়ে। কিন্তু স্কয়ারে সিসিইউয়ে আসন খালি না থাকায় তাকে ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। 

তিনি জানান, বর্তমানে ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে চিকিৎসা চলছে আনিসুর রহমান মিলনের।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি