ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

মানবিক বিশ্ব গড়ার আহ্বান জানিয়ে এনএফএসের টাইটেল সং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ১৫ নভেম্বর ২০২০ | আপডেট: ১৮:৩৩, ১৫ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

'এসো মানবতার বিশ্ব গড়ি, বন্ধুত্বের হাতটি ধরি' মানবিক বিশ্ব গড়ার জন্য বন্ধুদের আহ্বান জানিয়ে টাইটেল সং নিয়ে আসছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)। গানটিতে মানবিক ও বন্ধুত্বে বিশ্ব গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। পাশাপাশি সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য তুলে ধরা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রামপুরাস্থ রংধনুর মিউজিক স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। 

বন্ধুত্বের এই গানটি লিখেছেন সংগীতশিল্পী এসএম সোহেল। সুর ও কন্ঠও দিয়েছেন তিনি। গানে সহশিল্পী হিসেবে ছিলেন নূরী হাশমী। গানটির সংগীত পরিচালনায় ছিলেন সংগীত পরিচালক আল-আমিন খান।

গান প্রসঙ্গে এসএম সোহেল বলেন, সম্প্রীতির ও মানবিক বাংলাদেশ নির্মাণে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি। তাদের সংগঠনের জন্য টাইটেল গানটি করা হয়েছে। আশাকরি সবার ভালো লাগবে। 

সংগীত পরিচালক আল-আমিন খান বলেন, দেশ, জাতি ও বন্ধুত্বের আহ্বানে গানটি করা হয়েছে। আশাকরি গানটি মানবতার কল্যাণে কাজ করতে বন্ধুদের উদ্বুদ্ধ করবে।

শিগগিরই গানটি মিউজিক ভিডিও আকারেও সংগঠনের ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেইজে প্রকাশ করা হবে বলেও জানান সংগঠনের সভাপতি রাহাত হুসাইন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি